Rukmini Maitra praises Arpita Chatterjee’s photo post
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় অর্পিতার নতুন লুক। চোখে চশমা। পরনে সাদা রঙের একটি ড্রেস, মানানসই সাজে দাঁড়িয়ে অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, “আমার মডেলিং জীবনের দিনগুলোকে ফিরে দেখা।” তাঁর পুরনো ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী রুক্মিণী মৈত্র। অর্পিতার ছবিতে রুক্মিণীর মন্তব্য, “পারফেকশন”।
কারণ রুক্মিনীও অভিনয় জীবন শুরু করার আগে মডেলিংই করতেন। অর্পিতা সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় থাকেন। নিজের বহু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। বর্তমানে অভিনয় জগতে অর্পিতা খুবই কম থাকেন। দিল্লিতে নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত অভিনেত্রী। চলতি বছরে দেব ও জিৎ দুই নায়কের সঙ্গেই জুটি বাঁধবেন তিনি। সদ্য শেষ করেছেন সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘টেক্কা’ ছবির শুটিং। নতুন লুকে নায়িকাকে দেখার অপেক্ষায় দর্শক।