Use of Arjun tree bark can solve your financial problems, know in detail
শাস্ত্র মতে, অর্জুন গাছের ছাল খুবই উপকারী একটি সামগ্রী। যার ব্যবহারে ধনসম্পদ লাভ হওয়া থেকে শুরু করে হার্টের অসুখের জন্যেও ব্যবহার করা হয়। এই ছাল উচ্চ রক্তচাপের মাত্রা কমাতে, জ্বর, সর্দি, কাশি সারাতে, চুলের বৃদ্ধিতে, মেদ দূর করতে, ত্বকের জন্য, মধুমেহের উপশমে, প্রস্রাবের বাধা দূর করতে ব্যবহার করা হয়। পাশাপাশি, জ্যোতিষ মতে, অর্জুন গাছের ছাল জীবনের নানা সমস্যার সমাধান হয়, গৃহ সুখ-শান্তিতে ভরে থাকে এবং নানা দিক থেকে উন্নতি হতে শুরু করে।
একনজরে দেখে নেওয়া যাক, অর্জুন গাছের ছালের ব্যবহারঃ
১) প্রতিদিন সন্ধ্যায় কর্পূরের সঙ্গে অর্জুন ছাল জ্বালিয়ে ঘরে ধোঁয়া দিলে নেগেটিভ এনার্জি দূর হয়।
২) অর্জুনের ছালে লাল চন্দন লাগিয়ে লাল কাপড়ে মুড়ে টাকা রাখার জায়গায় বা সিন্দুকের মধ্যে রাখলে মিটবে আর্থিক সঙ্কট।
৩) অর্জুন ছাল হলুদ সুতোয় বেঁধে অফিসে আপনার চাকরি সংক্রান্ত জিনিসপত্রের রাখলে ক্যারিয়ারে উন্নতি হবে।
৪) পরপর এগারোটা শুক্রবার অর্জুন ছাল এবং একটি পদ্ম ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করতে পারলে ব্যবসায় উন্নতি হবে।
৫) লাল কাপড়ে অর্জুন ছাল মুড়ে মা লক্ষ্মীর কাছে নিবেদন করুন। তারপর কাপড়সহ ওই ছালটি নদীতে ভাসিয়ে দিন। এতে ঋণ থেকে মুক্তি মিলবে