Arjun Singh left Trinamool and joined BJP within two years
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:- দু’বছরের মধ্যে তৃণমূল ছেড়ে ফের বিজেপিতে ফিরলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।
লোকসভা নির্বাচনে ব্যারাকপুর থেকে তৃণমূলের টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ সংবাদমাধ্যমের কাছে জানিয়ে ছিলেন বিজেপি সাংসদ। তার জেরেই বিজেপিতে যোগ ? এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। তবে অর্জুন সিং বলেন, সন্দেশখালির ঘটনা সামনে আসার পর তিনি দলত্যাগের ইচ্ছা প্রকাশ করেন। বাংলায় এই শাসকের শাসনকে শেষ করতে হবে।কারণ বাংলায় প্রশাসন এবং দুষ্কৃতি এক হয়ে কাজ করছে।
উল্লেখ্য অর্জুন ২০২২ সালে তৃণমূলে যোগ দিলেও নিজের সাংসদ পদ থেকে ইস্তফা দেননি। তৃণমূলের নেতা হলেও খাতায় কলমে তিনি ছিলেন বিজেপি সাংসদ। ২০১৯ সালেও তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন।এদিন অর্জুনের পাশাপাশি তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীও বিজেপিতে যোগ দিলেন।