Arjun Singh’s house around the surveillance of the Trinamool government! Arjun’s case in the High Court
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বিজেপিতে ফিরে তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ আনলেন অর্জুন সিংহ। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন।
বুধবার আদালতে অর্জুনের দাবি, বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর বাড়ির আশপাশে সিসি ক্যামেরা লাগিয়েছে রাজ্য প্রশাসন। সিসি ক্যামেরা লাগিয়ে তাঁর উপর নজরদারি করা হচ্ছে। বাড়িতে কে ঢুকছে, কে বেরোচ্ছে, সবেতেই নজরদারি চালাচ্ছে প্রশাসন। তাঁর ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করেন অর্জুন।অর্জুন সিং এর আবেদন শোনার পর মামলা দায়েরের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী মঙ্গলবার ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
২০১৯ সালের লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অর্জুন। কিন্তু ২০২১ সালের বিধানসভা ভোটে তৃণমূলের বিপুল ভোটে জয়ের পর আবার পুরনো দলে ফেরেন ব্যারাকপুরের সাংসদ। গত ১০ মার্চ ব্রিগেডে তৃণমূল লোকসভার প্রার্থিতালিকা অর্জুন সিং এর নাম না থাকায় গোঁসা হন ব্যারাকপুরের অর্জুন। এরপর গত ১৫ মার্চ আবার বিজেপিতে যোগ দেন তিনি।