Trinamool leader Arabul Islam arrested from Bhangar on charges of extortion
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : আরাবুল ইসলাম গ্রেফতার। তোলাবাজির অভিযোগ ভাঙড় থেকেই গ্রেফতার করা হয় তৃণমূল নেতা আরাবুল ইসলামকে। তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা হিসেবেই পরিচিত আরাবুল ইসলাম। নির্বাচনের সময় খবরের শিরোনামে উঠে আসে তাঁর নাম। এবার তোলাবাজির অভিযোগ জমা পড়ে তাঁর বিরুদ্ধে। সম্প্রতিই ভাঙড় কলকাতা পুলিশের অধীনে এসেছে। তাই উত্তর কাশীপুর থানার পুলিশ আরাবুলকে গ্রেফতার করে। দু’নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম। এলাকায় যথেষ্ট প্রভাবশালী হিসেবেই পরিচিত তিনি।
পুলিশ সূত্রে খবর, ISF কর্মীকে খুনের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় আইএসএফকে মনোনয়ন দিতে বাঁধা দিয়েছিল আরাবুল ইসলাম। সেখানেই এক আইএসএফ কর্মী খুন হয়। বিধায়ক নওশাদ সিদ্দিকি আরাবুলের বিরুদ্ধে স্থানীয় থানায় খুনের অবিযোগ দায়ের করেন। এছাড়া বিজয়গঞ্জ বাজারে বোমাবাজির ঘটনাও ঘটে। সবকিছুর ভিত্তিতেে তদন্ত শুরু হয়। আরাবুল ইসলামের বিরুদ্ধে, খুন, তোলাবাজি, অশান্তি সৃষ্টি, বোমাবাজি, অস্ত্র রাখা একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। এই দাপুটে নেতাকে লালবাজারে আনা হয়েছে। শুক্রবার বারুইপুর আদালতে পেশ করা হবে তাকে। তবে বিজেপি সাংসদ শুভেন্দু অধিকারি আরাবুল ইসলাম গ্রেফতার প্রসঙ্গে এদিন কটাক্ষ করে বলেন, ‘আরাবুলকে লালবাজার পুলিশ ধরেছে নিয়ে গেছে বিরিয়ানি খাওয়ানোর জন্যে’, পরে ছেড়ে দেবে।’