Theft in the house of Arabul’s daughter, jewelry worth lakhs of rupees disappeared, police investigated
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: তৃণমূলের দাপুটে নেতা আরাবুল ইসলাম জেলে। তারই মাঝে আরাবুলের মেয়ের বাড়ি থেকে চুরি হলো লক্ষাধিক টাকার গয়না সহ নগদ।বুধবার গভীর রাতে দুষ্কৃতীরা হানা দেয় পোলেরহাট এলাকার বাড়িতে। পরিবার সূত্র অনুযায়ী, লক্ষাধিক টাকা গয়না চুরি গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের বিশেষ দল। বিষয়টি খতিয়ে দেখছে তারা।
জানা গিয়েছে, বুধবার আরাবুলের মেয়ের বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগে বাড়িতে ঢুকে লন্ডভন্ড করে দুষ্কৃতীরা। পাঁচটি ঘরের আলমারি খুলে গয়না, নগদ ও কিছু নথি নিয়ে চম্পট দেয়। আরাবুলের পরিবার এই ঘটনাকে শুধু চুরি বলতে নারাজ, এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে বলে দাবি করছে তারা।ইতিমধ্যে কলকাতা পুলিশের বিশেষ দল তদন্তে নেমেছে। তাদের দাবি, ডাকাতি হইনি, চুরির ঘটনা ঘটেছে। বাড়ি ফাঁকা থাকার সুযোগে চুরি করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।