July 27, 2024 10:39 am

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

July 27, 2024 10:39 am

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

Anubrata Mondal case : গরু পাচার কাণ্ডে দিল্লিতে নয়া মোড়, অনুব্রত মণ্ডল থেকে সুকন্যা মণ্ডল এক যোগে ইডির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp
cow#traffcking#case#ED#anubrata#sukanya#mondol#

দেশ

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : (Anubrata Mondal cow smuggling) দিল্লি রাউস অ্যাভিনিউ আদালতে চলছে বাংলায় গরু পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত এনামুল হক থেকে অনুব্রত মণ্ডল, সুকন্যা মণ্ডল, বিকাশ মিশ্র, সতীশ মিশ্র সহ বেশ কয়েকজনের। ED -র বিরুদ্ধে অসযোগিতার ভুরিভুরি অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ সকলেই। মামলার বয়ান অনুযায়ী মঙ্গলবার বিচারক জ্যোতি ক্লারের কক্ষে অভিযুক্তদের আইনজীবীদের অভিযোগ অনুব্রত মণ্ডল , সুকন্যা মণ্ডল, এনামুল হকদের গরু পাচার মামলায় এখনও পর্যন্ত যে ৪টি চার্জশিট দায়ের করেছে ইডি। তাতে বাজেয়াপ্ত বেশ কিছু নথির উল্লেখ নেই। অভিযুক্তদের আইনজীবীদের সঙ্গে ইডি আইনজীবীদের মধ্যে সওয়াল জবাবে উত্তপ্ত হয়ে ওঠে বিচারকের কক্ষ। ইডি র দেওয়া চার্জশিটে এনামুলের কাছ থেকে উদ্ধার একটি ডায়েরির উল্লেখ করা হয়েছে। যার কয়েকটি পাতাকে বড় প্রমাণ হিসেবে উল্লেখ করা হলেও অভিযুক্তদের তার প্রতিলিপি দেওয়ার সময় বেশ কিছু পাতা অস্পষ্ট ছিল বলেও অভিযোগ। শুধু তাই নয় ইডির বিরুদ্ধে আরও অভিযোগ কেস ডায়েরির অনেক অংশ রয়েছে বাংলায়। এর আগে বিচারক রঘুবীর সিংয়ের নির্দেশ ছিল, তদন্তকারী সংস্থা ইডি অভিযুক্ত সব পক্ষকে তথ্য প্রমাণের একটি তালিকা, কেস ডায়েরি ও চার্জশিটের অনুবাদ পাঠাবে। বাস্তবে তা হয়নি বলেই এদিন আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান অভিযুক্তদের পক্ষের আইনজীবীরা। অভিযুক্তদের আইনজীবীদের বক্তব্য বাংলা থেকে যাঁদের এখানে ইডি আধিকারিকরা এনেছেন প্রত্যেকে বাংলাভাষী। কিছু তথ্য বাংলায় অনুবাদ করে পাঠিয়েছেনবলে ইডর পক্ষে আদালতে জানান হয়। সব পক্ষের বক্তব্য শোনার পর আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত রায়দান স্থগিত রেখেছেন বিচারক জ্যোতি ক্লার ।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top