If you vote, you will get cheap food, the Election Commission is going to give such gifts.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভোট দিলেই মিলবে সস্তায় খাবার, এরম উপহারই দিতে চলেছে নির্বাচন কমিশন। মূলত উত্তরাখণ্ডে ভোটদানে হার কমই থাকে। সেই জায়গায় ভোটদানের জন্য ভোটারদের উৎসাহ দিতে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সে রাজ্যের রেস্তোরাঁ সংগঠনের সঙ্গে কথা বলে বলের ওপর ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে তারা। জানা গেছে 1 শে এপ্রিল লোকসভা ভোটে উত্তরাখন্ডের কেউ ভোট দিতে গেলে তিনি খাবারের বিলের ওপর ২০% ছাড় পাবেন যে হোটেলেই যান না কেন। অর্থাৎ ভোট দিয়ে বেরিয়ে কোন রেস্তোরাঁয় খেতে গেলে সেখানে তিনি ভোট দিয়েছেন কিনা তা দেখতে পারবেন রেস্তোরাঁর কর্মচারীরা। আর সেই হিসেব করেই বুঝতে পারা যাবে মানুষের ভোটদানের সংখ্যা আরো বেড়েছে কিনা। একসঙ্গে যারা ভোটদান করতে জান না তারা অন্তত এই ছাড় উপভোগ করার জন্য ভোট দিতে যাবেন। যদিও শুধুমাত্র সেই দিনের জন্যই রয়েছে এই ছাড়ের ব্যবস্থা। এর পর অবশ্য ভোট দেওয়ার জন্য কোনো রকম বাড়তি ছাড় পাবে না ভোটাররা। উত্তরাখণ্ড সহ বহু রাজ্যেই দেখা যায় ভোটদানের জন্য মানুষের উৎসাহ খুবই কম। 130 কোটির দেশে গণতন্ত্র রক্ষার জন্য ভোটদান অত্যন্ত জরুরী। সেই কারণেই নির্বাচন কমিশন এমন উদ্যোগ নিল, যা সাধুবাদ জানিয়েছে সংস্থার রাজনৈতিক দলই। উল্লেখ্য, কদিন আগেও নিজের কেন্দ্রে ভোট দানের জন্য মদের দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন নাইডু।