Several high profile guests are going to attend Ambani son’s pre-wedding function
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : ভারতের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানির পুত্র ও বিখ্যাত শিল্পপতি বীরেন মার্চেন্টের কন্যা-হাই প্রোফাইল বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। ১ মার্চ থেকে ৩ মার্চ তিন দিনব্যাপী প্রি-ওয়েডিং অনুষ্ঠান হবে। জামনগরের রিয়ালেন্স গ্রিনস হবে অনুষ্ঠান। সূত্রের খবর, অনুষ্ঠানে দেখা যাবে বিশ্ববিখ্যাত ম্যাজিশিয়ান তথা ইলিউশনিস্ট ডেভিড ব্লেনকেও।
প্রি-ওয়েডিংয়ের এই অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন একাধিক হাই প্রোফাইল অতিথি। জানা গিয়েছে, একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব আসবেন ওই অনুষ্ঠানে। ভুটানের রাজা-রানিরা থাকছেন, এছাড়াও বিল গেটস, মেটা সিইও মার্ক জুকারবার্গ, ব্যাঙ্ক অফ আমেরিকার চেয়ারম্যান ব্রায়ান থমাস ময়নিহানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, অন্তত এক হাজার জনকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। শাহরুখ, সলমন, আমির, রণবীর, অক্ষয়রা সহ প্রি-ওয়েডিংয়ের গেস্ট লিস্টে প্রায় গোটা বলিউডই থাকছেন।খবর যে পপস্টার রিহানা, অরিজিৎ সিং, দিলজিৎ দোসাঞ্জ গান গাইবেন অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিংয়ে।