Big B was not admitted to the hospital. All lies and rumors are spread.
দেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:শুক্রবার হঠাৎ করেই রটে যায় বিগ বি অমিতাভ বচ্চন নাকি অসুস্থ। তিনি নাকি এটাই গুরুতর অসুস্থ যে তাকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই সারা দেশে অমিতাভ বচ্চনের অনুরাগীরা দুশ্চিন্তায় পড়ে যায়। বিভিন্ন মহল থেকে তার সুস্থতা কামনা করতে শুরু করেন। শনিবার সকালে অসুস্থতার খবর নিয়ে মুখ খুললেন অমিতাভ নিজেই। বিগ বি স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবর একেবারেই ডাহা মিথ্যা। গুজব ছড়ানো হয়েছে।