Critically ill Big B! Amitabh Bachchan admitted to hospital
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : অসুস্থ বলিউড বিগ বি অমিতাভ বচ্চন। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে বিগ বির।
বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শুক্রবার সকালেই কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। অস্ত্রোপচারের পর অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন। বিগ বি লিখেছেন, সকলকে ধন্যবাদ।গত বছর মার্চ মাসে ‘প্রজেক্ট কে’ ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন অমিতাভ। নিজেই জানিয়ে ছিলেন যে তাঁর বুকের পাঁজরের তরুণাস্থি ও ডান পাঁজরের পেশি ছিঁড়ে যায়। চিকিৎসকের কথায় দীর্ঘদিন বিশ্রামেও ছিলেন তিনি।
পরিবার সূত্রে খবর অনুযায়ী, প্রায় বছর কুড়ি আগে থেকেই লিভারের সমস্যায় ভুগছেন বিগ বি। যকৃতের মাত্র ২৫ শতাংশ কাজ করছে তাঁর। অমিতাভ বচ্চনের পরিজনদের দাবি, ২০০০ সালে টিউবারকিউলোসিসের চিকিৎসা হয়েছিল অভিনেতার। এছাড়া ‘কুলি’র সেটে গুরুতর দুর্ঘটনার আহত হন অমিতাভ। সেটা কারোর অজানা নেই। সেই সময় একাধিক অস্ত্রোপচারও হয় তাঁর।