Amitabh made a gold necklace for Ramlala in Ayodhya out of faith
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : বিশ্বাসের টানেই অযোধ্যায় এলেন বিগ বি অমিতাভ বচ্চন। শুক্রবার অযোধ্যায় পৌঁছেই রামমন্দিরে পুজো দেন অমিতাভ বচ্চন। রামলালার জন্য সোনার হারও নিয়ে এসেছিলেন অমিতাভ। সেই হার মন্দির কর্তৃপক্ষর হাতে তুলেও দিলেন।কড়া নিরাপত্তা বেষ্টনীর ঘেরাটোপে রামলালার মন্দিরে গিয়েছেন অমিতাভ বচ্চন। পরনে ছিল সাদা পাঞ্জাবি-পাজামা। সঙ্গে গেরুয়া ‘মোদি কোট’। রামলালার মূর্তির সামনে করজোড়ে প্রার্থনারত দেখা যায় বিগ বি-কে।
এক জনপ্রিয় গয়না প্রস্তুতকারক সংস্থার বিপণনী দূত হিসেবেই রামজন্মভূমিতে উপস্থিত হয়েছিলেন অমিতাভ বচ্চন। অযোধ্যায় ওই সংস্থার ২৫০তম শোরুমের উদ্বোধন করলেন বলিউড শাহেনশা। সেই প্রেক্ষিতেই অযোধ্যা যাওয়া।সূত্রের খবর, এদিন রামমন্দিরে আধ ঘণ্টা সময় কাটান অমিতাভ। আর যারা এই ভ্যালেন্টাইন চপ বাজারে নিয়ে এসেছেন তাঁরাও দম্পতি। ব্যান্ডেল স্টেশন রোডে