Delhi Chief Minister Arvind Kejriwal responded to Amit Shah’s comments.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: অমিত শাহের মন্তব্যের পাল্টা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রবিবার পঞ্জাবে নির্বাচনী সভাতে প্রচার করতে গিয়ে অমিত শাহ বলেছিলেন, লোকসভা নির্বাচনে বিজেপি বিপুল আসনে জিতে আসার পর পঞ্জাবে আর ভগবন্ত মানের সরকার খুব বেশিদিন টিকবে না। এই মন্তব্য অবশ্য তিনি শুধু পঞ্জাবে গিয়ে নয়, এর আগেও বিভিন্ন রাজ্যে গিয়ে বলে থাকেন। এবার সেই মন্তব্যেরই পাল্টা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবার অমৃতসরের সভা থেকে পাল্টা আপ সুপ্রিমো দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি দিয়েছেন ৪ জুনের পর তাঁদের সরকার ফেলে দেওয়ার। অর্থাৎ এক্ষেত্রে নিজের ক্ষমতার জোর কাজে লাগাতে চাইছেন অমিত শাহ, সেকথাই বলতে চেয়েছেন কেজরিওয়াল। পাল্টা তিনি বলেছেন, এমন মন্তব্য আর করলে, পঞ্জাবে তাঁর আসাই মুশকিল হয়ে যেতে পারে।