Amit Shah announced that Pakistan Occupied Kashmir will be taken back to India.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: পিওকে ভারতের অঙ্গ, বিজেপি ২০১৪ সালের পর সরকারে আসার পর থেকেই বারবার তাদের নেতাদের মুখে শোনা গেছে এই কথা। কংগ্রেস অবশ্য কখনও সেভাবে দাবি করেনি পিওকে পাকিস্তানের। এরই মধ্যে কদিন আগেই পিওকেতে বিক্ষোভের সময় দেখা গেছে, সেখানে উড়ছে ভারতের পতাকা। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, এস জয়শঙ্করের মুখে বারবারই উঠে এসেছে পিওকে প্রসঙ্গ, যা দেখে বেশ ভালোই বোঝা যাচ্ছে, বিজেপির ভবিষ্যৎ-এর পদক্ষেপ। এরই মধ্যে লোকসভা নির্বাচনের আবহে অমিত শাহ ঘোষণাই করে দিলেন পিওকে অর্থাৎ পাকিস্তান অকুপায়েড কাশ্মীর ভারতেই ফিরিয়ে নেওয়া হবে। এক সভা থেকে তিনি বলেন, ফারুখ আবদুল্লাহরা দাবি করে যে পাকিস্তান পারমানবিক শক্তি, তাই তাঁদের সমঝে চলতে হবে। কিন্তু কাশ্মীর তো আমাদেরই। তাই আমরা এরপর চূড়ান্ত সিদ্ধান্তই নেব এবং পাক অকুপায়েড কাশ্মীর ফিরিয়ে আনব।