The home minister was saved from a major accident. The chopper lost balance due to the wind.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচনী প্রচার সেরে ফেরার সময় তাঁর হেলিকপ্টার মাটি ছাড়ার কিছুক্ষণের মধ্যেই হাওয়ার ধাক্কায় নিয়ন্ত্রণ হারায় শাহের চপার। অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দেন পাইলট। যার জেরে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
নির্বাচনী প্রচার উপলক্ষে সোমবার বিহারের বেগুসরাইয়ে গিয়েছিলেন অমিত শাহ। সেখানে প্রচার সারার পর দিল্লি ফেরার জন্য কপ্টারে চড়ে বসেন তিনি। তবে হেলিকপ্টার মাটি ছাড়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ প্রবল হাওয়ার ধাক্কায় ভারসাম্য হারায় চপার।এই অবস্থায় শূন্যে একটি মোড় নিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে চপার নিয়ন্ত্রণে আনেন চালক। এর পর গন্তব্যের উদ্দেশে রওনা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।