Shah’s visit to Bengal was suddenly canceled due to special circumstances.
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : আচমকাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা সফর। রবিবার তাঁর কলকাতায় আসার কথা ছিল। সোমবার বারাসত এবং তার পর মেচেদায় দুপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভা করারও কথা ছিল। কিন্তু বিশেষ পরিস্থিতিতে আচমকাই বাতিল হয়ে গেল শাহের বঙ্গসফর। স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলা সফর ঘিরে প্রস্তুতি শুরু হয়েছিল জোরকদমে। সূচি অনুযায়ী রবিবার রাতে দলের শীর্ষনেতাদের সঙ্গে কথাবার্তা বলবেন শাহ। রবিবার সকালে প্রথমে শাহের যাওয়ার কথা ছিল উত্তর ২৪ পরগনার বারাসতে। সেখানে চারটি লোকসভা এলাকার নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক। দুপুরে পূর্ব মেদিনীপুরের মেচেদায় জনসভা। সেখানেও ডাকা হয়েছিল চারটি লোকসভা এলাকার কর্মীদের। বিকেলে কলকাতায় ফিরে সায়েন্স সিটিতে একটি বৈঠক করার কথা ছিল শাহের। সেখানেও দুই কলকাতা-সহ মোট চারটি লোকসভা এলাকার শক্তি পরীক্ষার কথা ছিল।