Amit Shah, Home Minister taunts Trinamool during election campaign in Bengal
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের আগেই বঙ্গে প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মালদহ এবং রায়গঞ্জে নিজেদের প্রার্থীর হয়ে প্রচারে যান অমিত শাহ। এবারে মালদহের দুটি আসনেই ভালো দলের ব্যাপারে আশাবাদী বিজেপি। মালদহ উত্তরে বিজেপির খগেন মুর্মী গতবারের জয়ী সংসদ। মালদহ দক্ষিণে শ্রীরূপা মিত্র চৌধুরী গতবার হেরে গেছিলেন অল্প ব্যবধানে, এরপর তিনি বিধায়ক হন। ফের সেই মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রেই এবার লড়ছেন তিনি। ফলে দুই প্রার্থীর জয়ের আশা নিয়েই মালদহে এসেছিলেন শাহ। সেখানে এসে স্বাভাবিকভাবেই তার কথায় উঠে এল নিয়োগ দুর্নীতিকান্ডে ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ। অমিত শাহ বলেন, দুর্নীতি কি হারে তৃণমূল কংগ্রেস করেছে সেটা একজন নেতার বাড়িতে ৫১ কোটি উদ্ধারেই বোঝা হচ্ছে। চাকরি প্রার্থীদের থেকে ১০ লাখ, ১৫ লাখ টাকা করে নেওয়া হয়েছে। সাধারণ যোগ্যদের সেই টাকা দেওয়ার ক্ষমতা নেই। আদালতের নির্দেশের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই বলেও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবার বাংলা থেকে ৩৫ টি আসন জিততে চান শাহ।