Amir Sarfaraz, the killer of Indian prisoner Sarabjit, who was shot by an assassin in Pakistan,
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আততায়ীর গুলিতে নিহত পাকিস্তানে ভারতীয় বন্দী সরবজিতের হত্যাকারী আমির সরফরাজ। ২০১৩ সালে ভারতের সরবজিত সিংকে বন্দী করে পাকিস্তান। এরপর তাকে নৃশংসভাবে খুন করেন আমির। মুম্বাই হামলায় মূল অভিযুক্তের অন্যতম সাগরেদ ছিলেন এই আমির। রবিবার সকালে তাকে উদ্দেশ্য করে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে আততায়ীরা। তাতেই মৃত্যু হয় আমিরের। পাঞ্জাবের বাসিন্দা সরবজিত ভুল করে বর্ডার টপকে পাকিস্তানে চলে যাওয়ায় তাকে কার্জন গুপ্তচর এবং জঙ্গি সন্দেহ করে সেদেশের প্রশাসন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বোমা বিস্ফোরণে ঘটনায় জড়িত তিনি, এই মর্মে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাকে। কিন্তু আদালতে লড়ার সুযোগ টুকুও পাননি তিনি। আমির যুক্ত ছিলেন ২০১৩ সালে তার নৃশংস হত্যাকান্ডে। নিয়তির পরিহাসে এবার সেই আমিরও খুন হলেন নিজের দেশের এক আততায়ীর হাতেই।