CPIM-BJP have simultaneously raised allegations against the Trinamool
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের গণনার আগে মিলে গেল সিপিআইএম এবং বিজেপির সুর। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একযোগে অভিযোগ করল বাম এবং বিজেপি। ভোট গণনার দিন, তৃণমূল কংগ্রেস তাঁদের সরকারের পুলিশকে ব্যবহার করতে পারে, এমন অভিযোগই তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায় মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা ডিআইজি ,ইতিমধ্যেই বৈঠক করে গণনা কেন্দ্রে পুলিশ থাকার কথা জানিয়েছেন। দুজন করে কনস্টেবল গণনা কেন্দ্রে থাকলে গণনা প্রক্রিয়া ব্যহত করতে পারে তৃণমূল কংগ্রেস, এই মর্মেই নির্বাচন কমিশনকে সতর্ক থাকার কথা জানিয়েছে শুভেন্দু অধিকারী। এদিকে সিপিআইএমও নির্বাচন কমিশনে জানিয়েছে, রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মিদের যাতে গণনা কেন্দ্রে কোনও কাজে নিযুক্ত করা না হয়, যেমন পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে প্রভাব খাটিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এছাড়াও নিজেদের এজেন্টদের নিরাপত্তা সুনিশ্চিত করারও দাবি করে কমিশনে আর্জি জানিয়েছে সিপিআইএম।