Talking about the allegations against the Governor, Akhil Giri made ugly comments against him.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচন প্রচারের মঞ্চ থেকেই রাজ্যপাল সম্পর্কে কুরুচিকর মন্তব্য করতে শোনা গেল অখিল গিরিকে। পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিকের সমর্থনে শুক্রবার এক জনসভা করেন তৃণমূল বিধায়ক ৷ নিজের বিধানসভা কেন্দ্র রামনগরে মঞ্চ থেকে রাজ্যপালের বিরুদ্ধে কটাক্ষের সুর চড়ালেন। রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বলতে গিয়ে, এদিন তাঁর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করলেন অখিল গিরি। তাঁর এহেন কুরুচিকর মন্তব্যে ফের জলঘোলা রাজনৈতিক অন্দরে ৷
এদিন অখিল গিরি, সিভি আনন্দ বোসকে ‘তুই’ বলে সম্বোধন করে বলেন, “রাজ্যপালের মাথায় টাক রয়েছে, তাই গরম হয়ে গিয়েছে। ভুলভাল কাজ করছে ৷ মেয়ে দেখতে সুন্দর তো, লোভ লেগে গিয়েছে। তার অফিসে কাজকর্ম করে যিনি তাঁরই হাত ধরে টেনেছে। বুড়ো তোর যদি লোভ লেগে থাকে তাহলে দক্ষিণ ভারতে যা। সেখানে গিয়ে কর।” এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র বিরুদ্ধে এদিন কটাক্ষ করতে ছাড়েননি কারামন্ত্রী।