A non-bailable case has been filed against BJP leader Agnimitra Paul
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হল বিজেপি নেত্রী তথা মেদিনীপুরের বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে। থানায় তালা ঝুলিয়ে দেওয়া ও পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে অগ্নিমিত্রা ছাড়াও আরো ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিজেপি রামনবমীর মিছিল থেকে ঝামেলা ছড়াতে পারে, নির্বাচনী সভায় এসে আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই পাল্টা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই অভিযোগ জানাতে গেছিলেন অগ্নিমত্রা, সেখানেই শুরু হয় বিতর্ক। প্রথমে থানায় গিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে সরব হয়ে এফআইআর জানানোর চেষ্টা করেন অগ্নিমিত্রা পাল। কিন্তু তার অভিযোগ কোতোয়ালি থানা তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখেও অভিযোগ নাইট অস্বীকার করে। এরপর পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপির বিধায়ক তথা লোকসভা নির্বাচনের প্রার্থী। দায়িত্বে থাকা অফিসারকে ধমক দেওয়ার পাশাপাশি তার উস্কানিতেই বিজেপির কর্মীরা থানার গেটে তালা ঝুলিয়ে দেয়, এছাড়াও থানার সামনে বসে অবস্থান করে। এরপরই বিধায়কসহ ১৬ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ।