Another comment from former BJP state president Dilip
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোট আসতেই ফের নিজের মেজাজে দিলীপ ঘোষ। এবারের নির্বাচনে তাকে নিজের চেনা ময়দান মেদিনীপুর থেকে সরিয়ে অন্য কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। অনেকে মনে করেছিলেন কঠিন আসনেই তাকে ঠেলে দেওয়া হল। কিন্তু বাংলায় বিজেপিকে ১ থেকে ১৮ করার ক্ষমতা যিনি দেখিয়েছেন তিনি এসব ছুটকো ঝামেলাকে গুরুত্ব দেবেন না সেটাই স্বাভাবিক। আর হয়েছেও তাই। নিজের কেন্দ্রের চুটিয়ে প্রচার সারছেন আর পুরোনো মেজাজেই ফের কুমন্তব্য করলেন মুখ্যমন্ত্রীকে নিয়ে। সেখানে তৃণমূল নেত্রীর গাড়ি ঘিরে স্লোগান দেওয়ায় বিরক্ত হয়েছিলেন তিনি। পাল্টা বলেছিলেন জিভ টেনে ছিঁড়ে দিতে পারতেন যদি ভোট না হয়। এরই মধ্যে দিলীপ ঘোষ ফিরেছেন নিজের চেনা ছন্দে। পাল্টা বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী বলেন, ‘কিছুই ছিঁড়তে পারবেন না ‘। সভ্য ভাষায় বলতে গেলে দিলীপ বাবু বোঝাতে চেয়েছেন, তৃণমূল নেত্রী কিছুই করতে পারবেন না বিজেপি কর্মীদের। উল্লেখ্য কদিন আগেই তিনি এর থেকেও খারাপ মন্তব্য করে তৃণমূলের তোপের মুখে পড়েছিলেন। নির্বাচন কমিশনেও অভিযোগ জমা পড়েছিল তার নামে।