Finally, the conflict between Justice Abhijit Ganguly and the State Advocate General Kishore Dutta is going to be settled! Justice Abhijit Gangopadhyay said while sitting in the courtroom
“Apologize to friend Kishore”
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
অবশেষে কি তাহলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের এডভোকেট জেনারেলের কিশোর দত্তের দ্বন্দ্ব মিটতে চলেছে! মঙ্গলবার দুপুরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে বসেই জানালেন
“বন্ধু কিশোর এর কাছে ক্ষমা চাইতে হবে “
কয়েক দিন,আগে আমি আপনাকে অনেক কিছু বলেছি। আমি আপনাকে অনেক বছর ধরে চিনি। প্রায় ৩৭ বছর।আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী।আই এম ভেরি সরি। – আমায় আমার বন্ধু কিশারের কাছে ক্ষমা চাইতে হবে।আমি রাগের মাথায় অনেক কিছু বলেছি।
কলকাতা হাইকোর্টের আইনজীবীদের বৃহত্তর সংগঠন বার অ্যাসোসিয়েশনের সকলের জানা উচিত। আমি ক্ষমাপ্রার্থী। সেদিন আমিও আপনাকে (বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের) উদ্দেশ্যে অনেক কিছু বলেছিলাম। বললেন অ্যাডভোকট জেনারেল কিশোর দত্ত। বিচারপতি এজির উদ্দেশ্যে
আপনি,যা শুনেছেন তাই বলেছেন। তবে আমি যা বলেছিলাম রাগ করে।
আপনারা জানেন না, কিশোর আমার কত উপকার করেছে। এমনও হয়েছে, কিশোর আর আমার আর এক বন্ধু না থাকলে আমি মরে যেতাম। এজি কিশোর দত্ত, আমি, বিচারপতি জয়মাল্য বাগচী আরও কয়েকজন আমরা এক সাথে ঘুরে বেড়াতাম।
উল্লেখ্য কয়েকদিন আগে রাজ্যের মেডিক্যাল কলেজ গুলোতে ভর্তিরতে ভুয়ো জাতিগত শংসাপত্র সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে রাজ্যের এডভোকেট জেনারেল ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে বাকবিতণ্ডা চরম পর্যায়ে পৌঁছেছিল।বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের এডভোকেট জেনারেলকে বলেছিলেন, কার পাদুকালেহন করে তিনি দ্বিতীয়বার এডভোকেট জেনারেল হয়েছেন তা তিনি জানেন।সেই বিতর্কে আপাতত ইতি ঘটলো বলেই মনে করছেন আইনজীবীরা।