Central Coast Mariners scored four goals against Odisha in the semis of the AFC Cup
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ভারতীয় ফুটবলের কঙ্কালশার চেহারাটা বেরিয়ে এলো, এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালের প্রথম লেগেই পর্যদস্ত হতে হলো এখনো পর্যন্ত আইএসএলের শীর্ষে থাকা ওড়িশা এফসিকে। অ্যাওয়ে ম্যাচে সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের বিপক্ষে ৪-০ গোলে ম্যাচ হারল উড়িষ্য এফসি। ম্যাচের প্রথম মিনিট থেকেই ভবিতব্যটা বোঝা যাচ্ছিল। ডোকা বার্সেলোসদের সামনে ঠিক মাথা তুলে দাঁড়াতে পারছিলেন না রায় কৃষ্ণা- ডিয়েগো মরিসিওরা। পরপর উড়িষ্যা রক্ষনে আক্রমণ চালিয়ে যায় অজি দলটি।
ম্যাচের ৩৬ মিনিটেই গোল করে অস্ট্রেলিয়ার দলটিকে এগিয়ে দেন মাইকেল ডোক। যা লড়াই দেওয়ার ছিল,উড়িষ্যা সেটা প্রথমার্ধেই দেয়। দ্বিতীয় অর্ধের শুরুতেই ৫২ মিনিটে সেন্ট্রাল কোস্টের ব্যবধান বাড়ান স্টর্ম রোক্স। এরপর ৭৭ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ৩-0 করেন মাইকেল ডোকা। গোল করে খেলার অন্তিম লগ্নে রোনাল্ড বার্সেলোস উড়িষ্যার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। পরিষ্কার ৪-০ গোলে প্রথম লীগ জিতে নেওয়ায় সেন্ট্রাল কোর্স ম্যারিনার্সরাই ফাইনালের টিকিট পাওয়ার দিকে একধাপ এগিয়ে রইল তা বলাই বাহুল্য। আইএসএলের যুগেও ভারতীয় ফুটবল যে অস্ট্রেলিয়ার ক্লাব দলের থেকে কতটা পিছিয়ে সেটাই আরো একবার প্রমাণিত হলো আজকের এই ম্যাচের ফলে।