July 27, 2024 10:23 am

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

July 27, 2024 10:23 am

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

Advani ‘Bharat Ratna’ :আদভানিকে ‘ভারতরত্ন’ প্রদান , ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp
#Advani# #bharat# #ratna# #announced# #modi

Prime Minister Narendra Modi announced Bharat Ratna award to Advani.

দেশ

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : তিনি ছিলেন রামমন্দির আন্দোলনের অন্যতম প্রধান মুখ৷ রাম রথ যাত্রার কান্ডারী৷ তাঁর রথ যাত্রা বিজেপিকে মহীরূহে পরিণত করে তুলেছিল৷ কিন্তু, সেই লালকৃষ্ণ আডাবাণীই নরেন্দ্র মোদী জমানায় অপ্রাসঙ্গিক হয়ে পড়েন৷ বয়সের ভারে তাঁকে পাঠিয়ে দেওয়া হয় মার্গদর্শন মণ্ডলীতে৷ অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিনও দেখা যায়নি তাঁকে৷ আডবাণীকে গুরুদক্ষিণী দিলেন নরেন্দ্র মোদী৷ দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন পাচ্ছেন বর্ষীয়ান বিজেপি নেতা।

শনিবার সকালে এক্স হ্যান্ডেলে নিজে সে কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানম ন্ত্রী জানান, তিনি নিজে আডবাণীর সঙ্গে কথা বলে এই সম্মান প্রদানের কথা জানিয়েছেন৷ সেই সঙ্গে তাঁকে শুভেচ্ছা এবং অভিনন্দনও জানিয়েছেন৷

১৯২৭ সালে অভিভক্ত ভারতবর্ষের করাচি শহরে এক সিন্ধ্রি পরিবারে জন্ম হয় লালকৃষ্ণ আডবাণীর৷ তাঁর বয়স এখন ৯৭ বছর৷ ১৯৮০ সালে ভারতীয় জনতা পার্টি গড়ে ওঠে। অটল বিহারী বাজপেয়ীর মত লালকৃষ্ণ আডবাণীও ছিলেন বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য।  ৩২ বছর আগে বাবরি মসজিদ ভাঙার ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন বিজেপি’র এই ‘লৌহমানব’। যদিও ২০২০ সালে তাঁকে এবং অন্যান্য অভিযুক্তকে এই মামলায় বেকসুর খালাস ঘোষণা করা হয়। তবে শারীরিক অসুস্থতার জন্য রামমন্দির উদ্বোধনের দিন অযোধ্যায় যেতে পারেননি আডবাণী৷ এবার তাঁকে ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করলেন মোদী৷ 

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top