Those accused of murder, rape are candidates for Lok Sabha. ADR reports publicly
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটে লড়ছেন গুরুতর অভিযুক্তরা, সম্প্রতি এই রিপোর্টই প্রকাশ করে সকলকে চমকে দিয়েছে ভোট নজরদারি সংস্থা, এডিআর। ১৯ এপ্রিলের প্রথম দফার নির্বাচনের মোট প্রার্থীর প্রায় ১৬ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। এর মধ্যে রয়েছে খুন, ধর্ষনের মামলায় অভিযুক্ত ব্যক্তিরাও। এমনই তথ্য প্রকাশ পেয়েছে এডিআরের রিপোর্টে। জানা গেছে ১৯ এপ্রিল হতে চলা ১০২টি কেন্দ্রে লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬২৫ জন। আর তার মধ্যে ২৫২ জনের বিরুদ্ধেই রয়েছে বিভিন্ন ফৌজদারি মামলা। অর্থাৎ ১৫ শতাংশের বেশি ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রার্থী লড়বেন সমাজসেবার জন্য । বিহারে আরজেডির ৪ জন প্রার্থীর বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা। এরাজ্যের শাসক দলের প্রার্থীদেরও নাম রয়েছে সেই তালিকায়। ২৫২ জনের মধ্যে ১৬১ জনের বিরুদ্ধে রয়েছে গুরুতর অপরাধের মামলায়। যার মধ্যে খুন, ধর্ষন, নিগ্রহের মত অপরাধও রয়েছে। এই তথ্য সামনে আসতেই শোরগোল পড়ে গেছে জাতীয় রাজনীতিতে।