Adhir’s allegations of molestation against Trinamool
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সোমবার রয়েছে রাজ্যে চতুর্থ দফার ভোটগ্রহণ। সেখানে লড়বেন কংগ্রেসের বর্ষিয়াণ নেতা অধীর চৌধুরি। সকলের নজরই রয়েছে ইউসুফ পাঠান বনাম অধীর চৌধুরীর লড়াইয়ের দিকে। এরই মধ্যে কংগ্রেসের হেভিওয়েট নেতা দাবি করলেন বহরমপুরে নিজের কেন্দ্রেই কংগ্রেস কর্মিরা তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছে। ভোটের একদিন আগেই লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতার দাবি, কংগ্রেস করার অপরাধে তাঁদের আবাসনে থাকতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে তৃণমুল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতিরা। এক মহিলার শ্লীলতাহানিও করা হয়েছে বলে দাবি করেছেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী। শনিবার রাতে ঘটনার সময়ই সেখানে ছুটে যান অধীর চৌধুরি। এরপর পুলিশ এসে নির্যাতিতার বয়ান নিলেও অধীর চৌধুরি দাবি করেন কোনও মহিলা পুলিশ কর্মি কেন বয়ান নিচ্ছে না। কারণ নিয়ম অনুযায়ী মহিলা পুলিশের এই কাজ করা উচিত।