Congress leader Adhir Chowdhury spoke in the same tone with Mamata Banerjee’s comments about Kartik Maharaj
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কার্তিক মহারাজকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের সঙ্গেই একই সুরে কথা বলতে শোনা গেল কংগ্রেস দলনেতা অধীর চৌধুরীকে। এক্ষেত্রে অবশ্য তিনি তৃণমূলকেও একহাত নিতে ছাড়েননি। শেষ কয়েকদিনেই বহরমপুরের মিশন ও কার্তিক মহারাজের রাজনৈতিক অভিসন্ধি নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম জড়িয়ে যায় ভারত সেবাশ্রম, সঙঘ, রামকৃষ্ণ মিশনের। এরপর রবিবারের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়ে তাঁর তোষণের বিরোধীতা করেন। এরই মধ্যে অধীর চৌধুরী বলছেন, এখান যেই সাধু সন্তের কথা বলা হয়েছে তাঁকে এখানকার মানুষ রাজনৈতিক নেতা হিসেবেই দেখেন। উনি কখনও তৃণমূল করেন তো আবার কখনও বিজেপি করেন, বলে তোপ দাগেন অধীর চৌধুরী। তিনি আরও বলেন, যে এই কার্তিক মহারাজকে কাজে লাগিয়েই তাকে হারানোর চেষ্টা করা হয়েছিল, পিছনে ছিলেন শুভেন্দু অধিকারী ও তার নেত্রী।