This is the first time that Adhir Chowdhury and Md Salim are together in Salim’s nomination submission schedule.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের আবহে এই প্রথম বার এক ফ্রেমে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী সেলিমের মনোনয়ন পেশের কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অধীর চৌধুরী। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতির গলায় শোভা পেল সিপিএমের নির্বাচনী প্রতীক কাস্তে-হাতুড়ি-তারা ছাপা উত্তরীয়। কার্যত সেলিমের ‘কমরেড’ হয়েই তাঁর পাশে রইলেন অধীর
জনপ্লাবনে ভেসে মনোনয়ন জমা দিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী মহম্মদ সেলিম। সিপিআই(এম) এবং কংগ্রেস কর্মীদের নিয়ে মিছিল করে জেলা শাসকের দপ্তরে গিয়ে মনোয়ন জমা করেন তিনি। এছাড়া মিছিলে মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ, জামির মোল্লা, বদরুদ্দোজা খান, কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তী ছিলেন। সেলিমের মনোয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সাধারণ মানুষ এবং দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।