Actress Swastika Mukherjee could not vote as her name was not in the voter list.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভোট দিতে পারলেন না অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। টলিউডে তাঁকে চেনেন না এমন ব্যক্তি কমই আছেন, তেমনই পাড়ায় প্রতিবেশিরা চিনবেন না তা কখনও হয় নাকি। এরই মধ্যে ভোটার লিস্টেই নাকি নাম পাওয়া গেল না এই অভিনেত্রী। বাবা মায়ের নাম থাকলেও তার নাম নেই, তাই এবারের লোকসভা নির্বাচনে ভোটই দেওয়া হল না অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের, যা দেখে বেজায় চটেছেন তিনি। শুধু তাঁর একারই নন, তাঁর বোনেরও নাকি লিস্টে নাম পাওয়া যায়নি। গলফ গ্রিনের বাসিন্দা স্বস্তিকা এরপরই নিজের সোশাল নেটওয়ার্কিং সাইটে বিরক্তি প্রকাশ করে লেখেন, তার অভিভাবকদের নাম মৃত্যুর পরেও রয়েছে ভোটার তালিকায়, অথচ তাঁদের নামই কিনা নেই সেই লিস্টে, যা তাঁদের অবাক করেছে। কাউন্সিলরকে ফোন করেও সমস্যার সমাধান হয়নি, তাই নিজের ভোটদানের অধিকার তিনি প্রয়োগ করতে না পারায় আক্ষেপ ব্যক্ত করেছেন স্বস্তিকা।