Actress Lily Chakraborty was in hospital for 12 consecutive days due to lung infection
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: হাঁপানির সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে অভিনেত্রীর। তাই শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাংলা ছবির বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী। সূত্রের খবর, ৮২ বছর বয়সী অভিনেত্রী ১২ দিন হাসপাতালে ভর্তিও ছিলেন। তবে এখন বাড়িতেই আছেন।
নিম ফুলের মধু ধারাবাহিকে অভিনয় করছিলেন লিলি চক্রবর্তী। তবে শরীর ভালো না থাকায় আপাতত কাজ বন্ধ। লিলি চক্রবর্তী জানিয়েছেন, সুস্থ হয়েই সেটে ফিরবেন তিনি। এ ছাড়া ডায়াবিটিসের সমস্যা রয়েছে তাঁর। তবে অসুস্থতা থাকলেও কাজই যেন তাঁর জীবনের মন্ত্র।
ছয় ও সাতের দশকে বাংলা ছবিতে লিলি চক্রবর্তী দাপিয়ে অভিনয় করেছেন। দীপ জ্বেলে যাই, ভানু পেল লটারি’-র মতো ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন। যা আজও দর্শকদের মন জুড়ে রয়েছেন তিনি।