Little Adidev is fine, actors Sudeep Chatterjee posted on social media
কলকাতা
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:খুবই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের পরিবার। মাকে হারিয়ে, পোষ্যকে হারিয়ে শোকের রেশ কাটতে না কাটতেই আবারও নতুন বিপত্তি! হাসপাতালে ছেলে আদিদেব চট্টোপাধ্যায় এই সংবাদ সুদীপা চট্টোপাধ্যায় নিজেই সোশ্যাল নেটওয়ার্কসে জানিয়েছেন যে, কুকুরের কামড়ে বেশ আহত হয়েছে ছেলে আদিদেব চট্টোপাধ্যায়। মঙ্গলবার রাতে অনেকটা রক্তক্ষয়ও হয়। তারপরই আদিদেবকে নিয়ে বাইপাসের ধারের এক হাসপাতালে তড়িঘড়ি ছোটেন সুদীপা। তবে আপাতত চিন্তার কোনও কারণ নেই! সেখানকার চিকিৎসকদের প্রচেষ্টায় সেরে উঠেছে ছোট্ট আদি।হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদও জানিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়।