Again the shadow of grief. Famous actor Parthasarathy Dev passed away.
টানা ৪২ দিন ধরে অত্যন্ত সংকটজনক অবস্থায় চিকিত্সা চলছিল তার। অবশেষে শুক্রবার রাত ১১:৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
গত ১৭ই মার্চ রবিবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন বর্ষিয়ান অভিনেতা পার্থসারথী দেব। কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, দীর্ঘদিন ধরে
সিওপিডির সমস্যায় ভুগছিলেন। পাশাপাশি তিনি নিউমোনিয়াও আক্রান্ত হয়ে পড়েছেন।
বিশিষ্ট অভিনেতা ২০২১সালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়ছিল অভিনেতাকে। ফিল্মি কেরিয়ারে ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। নাটকের মঞ্চেও অবাধ বিচরণ পার্থসারথি দেবের।একদিকে সিওপিডি র সমস্যা তার ওপরে নিউমোনিয়াও সেখান থেকেই বুকে সংক্রমণ ছড়িয়েছে, বলে জানা গিয়েছে। বর্তমানে বাঙ্গুর হাসপাতালে অভিনেতার চিকিৎসা চলছে। বিগত ৪০ বছরের অভিনয় কেরিয়ারে টেলিপর্দা এবং সিনেপর্দায় মুগ্ধ করেছে তাঁর অভিনয়। অভিনেতার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন টলিপাড়ার সহকর্মীরা। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। এখন কেমন আছেন? জানা গিয়েছে, আগের তুলনায় তিনি এখন ভালো রয়েছেন বলে খবর। চিকিৎসায় সাড়া দিচ্ছেন পার্থসারথি দেব।