Mahabharata’s Shrikrishna has filed a complaint of emotional abuse by his ex-wife
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
পরিচালক বি আর চোপড়ার পরিচালিত ‘মহাভারত’ ধারাবাহিকের কৃষ্ণের ভূমিকায় অভিনয় করেছেন নীতিশ ভরদ্বাজ। কৃষ্ণের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান প্রচুর। প্রাক্তন স্ত্রীর নামে মানসিক হেনস্থার অভিযোগ আনলেন অভিনেতা নীতীশ ভরদ্বাজ। দীর্ঘদিন স্ত্রী নানা ভাবে হেনস্থা করছেন তাঁকে। তার যমজ কন্যাসন্তানদের সঙ্গে দেখা করতে দিচ্ছেন না।
প্রাক্তন স্ত্রী স্মিতার বিরুদ্ধে ভোপাল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন অভিনেতা। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে শুরু করেছে পুলিশ। ভোপালের পুলিশ জানান, তদন্ত শুরু করেছে। গোটা বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে।
নীতীশ ভরদ্বাজ ও স্মিতার ২০১৯ সালের বিচ্ছেদ হয়। ২০২২ সালে আইনত বিচ্ছিন্ন হন তাঁরা। বিচ্ছেদের পর দুই কন্যাসন্তান থাকেন মায়ের কাছে।