On the way back from the picnic, the boat met with a tragic accident, 4 people were missing.
রাজ্য
হাওড়া , উলবেড়িয়া
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
ত্রিবেণী পার্কে পিকনিক সেরে বাড়ি ফেরার পথে রূপনারায়ণে তলিয়ে নৌকা, মর্মান্তিক দুর্ঘটনা মৃত্যু হয়েছে ১জনের। বাকিদের তল্লাশি করা হচ্ছে।প্রতিবেশীরা জানিয়েছেন বৃহস্পতিবার এলাকায় ১৮ জন মিলে সকালে মানকুর থেকে নৌকায় পশ্চিম মেদিনীপুরের দুধকোমরার ত্রিবেণী পার্কে পিকনিক করতে গিয়েছিলেন। চড়ুইভাতি শেষে তাঁরা নৌকায় মানকুরের দিকে ফিরছিলেন। তখনই আচমকা নৌকা একদিকে কাত হয়ে যায়। এর পরই যাত্রীদের নিয়ে ডুবে যায় নৌকাটি। তখনই ১৩ জনকে উদ্ধার করা গেলেও হদিশ মিলছিল না ৫ জনের।সকলেই নদীতে পড়ে যান। নৌকা ডুবতে দেখে নদী ও পাড়ে থাকা অন্যান্য নৌকার মাঝিরা প্রাথমিকভাবে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করে।
শুক্রবার সকালে ফের শুরু হয় তল্লাশি অভিযান শুরু করে বিপর্যয় মোকাবিলা দল। তখনই তাদের নজরে আসে ১ মহিলার দেহ। তাঁর নাম সুনন্দা ঘোষ। যে জায়গায় নৌকাটি ডুবে যায় তার কিছুটা দূরে আটকে ছিল মহিলার দেহ। এখনও নিখোঁজ চারজন। তাঁরা হলেন, ঋষভ পাল, প্রীতম মান্না, অচ্যুৎ সাহা ও অমর ঘোষ। প্রীতমের বাড়ি মানকুরে। বাকি তিনজন হাওড়ার বেলগাছিয়ার লিচু বাগান এলাকারা বাসিন্দা। তাঁদের খোঁজে পুলিশ রূপনারায়ণে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দল। সর্বশেষ পাওয়া খবর এখন পর্যন্ত ৪ জনের খোঁজ মেলে নি। ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।