Death of a class IV girl after being hit by a Toto car, Domjur incident.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: টোটোর ধাক্কায় মৃত্যু এক চতুর্থ শ্রেণীর ছাত্রীর। ডোমজুরের ঘটনা। ডোমজুরের ভান্ডারদাহ এলাকার অতিরিক্ত মাল বোঝাই টোটো নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ছাত্রীটিকে।
ছাত্রীটি পরে গেলে তার ওপরেই মালবোঝাই টোটো টি উল্টে যায়। এই ঘটনার পর টোটোতে আগুন ধরিয়ে দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুড় থানার পুলিশ।
শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে, চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। অভিযুক্ত টোটো চালককে গ্রেপ্তার করা হয়েছে।