What is the point of revealing the video outside the Raj Bhavan? Abhishek’s question to the governor
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রাজভবনের তরফে একদিন আগেই ভিডিও প্রকাশ করা হয়েছিল। রাজ্যপালের বিরুদ্ধে এক মহিলার করা যৌন হেনস্থার অভিযোগের পর তোলপার হয়ে যায় রাজ্য রাজনীতি। রাজভবনে যৌন হেনস্থার অভিযোগ বাংলা এই প্রথম, ফলে রাজ্যপালও স্পষ্টতই জবাব দিয়েছিলেন। জানিয়েছিলেন, সাংবিধানিক প্রধান হওয়ার সত্বেও তাঁকে রাজনীতির আঙিনায় টেনে এনে নাম খারাপ করার চেষ্টা করা হচ্ছে। এরপরই রাজভবনের বাইরের ভিডিও প্রকাশ করেন তিনি। যদিও তাতে মোটেই খুশি নন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তিনি চাইছেন করিডরের ভিডিও প্রকাশ্যে আনুক রাজভবন। অভিষেক বন্দ্যোপাধ্য়ায় এদিন বলেন,’ ভিডিয়োটা ওভাবে প্রকাশ করে তো নির্যাতিতাকে আরও অসম্মান করা হল। এত ভয় কেন ওনার। যদি ক্ষমতা থাকে তাহলে করিডরের ভিডিওটাও সামনে আনুক না। বাইরের ভিডিয়ো প্রকাশ্যে এনে কি হবে? যদি ক্ষমতা থাকে তাহলে চেম্বারের ভিডিয়ো প্রকাশ্যে আনুক’ ।