Abhishek is campaigning on Sunday in support of Dev.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রবিবার দেবের সমর্থনে প্রচার করতে ঘাটালে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে রাজ্যের বিভিন্ন এলাকায় জনসভা করতে ব্যস্ত অভিষেক।তাই এবার পরবর্তী টার্গেট ঘাটাল। সেখানে রোড-শো করতেও দেখা যাবে তৃণমূলের দুই যুব সাংসদকে।
সূত্রের খবর, তৃণমূলের অনেকের দাবি, অভিষেক যে শুধু দেবের সমর্থনে প্রচার করতে ঘাটালে যাবেন, তা একপ্রকার ঠিক হলেও, লোকসভায় যে কয়েকটি কেন্দ্র তৃণমূল পাখির চোখ করেছে, তার মধ্যে অন্যতম ঘাটাল। সেখানে বিজেপির থাবা থেকে বাঁচাতেই জোড়া ফুলের শক্তি জানান দিতেই ঘাটালে যাচ্ছেন অভিষেক।এমনটাই মনে করছেন একাংশ রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ ২০১৯ লোকসভা ভোটে বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে এক লাখের কিছু বেশি ভোটে হারিয়েছিলেন দেব।