Sandeshkhali BJP’s planned plot,Abhishek attacks BJP in harsh language over viral video
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সন্দেশখালিতে বিজেপির পরিকল্পিত চক্রান্ত। বাংলায় এত নিচু রাজনীতি হতে পারে ভাবতেই পারিনি। ভাইরাল ভিডিও নিয়ে কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যা নিয়ে চরম অস্বস্তিতে বঙ্গ বিজেপি নেতৃত্ব। যদিও ভাইরাল হওয়া ভিডিও ফেক বলেই দাবি বিজেপি নেতাদের।
লোকসভা নির্বাচনের আবহে বিরোধীদের মুল হাতিয়ার সন্দেশখালি। সেখানে মহিলাদের অত্যাচারের ঘটনাকে সামনে রেখে শাসকদলকে আক্রমণ শানিয়েছেন মোদী-শাহ। আর এর মধ্যেই প্রকাশ্যে চাঞ্চল্যকর একটি ভিডিও। যেখানে এক বিজেপি নেতা সন্দেশখালির ঘটনাকে সাজানো বলে দাবি করছেন।
উল্লেখ্য, নির্বাচনী আবহে ফের শিরোনামে বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালি। অভিযোগ উঠে আসে, সন্দেশখালিতে একাধিক মহিলাকে ধর্ষণ করা হয়েছে। জমি কেড়েছে এলাকার তৃণমূলের তাবড় নেতারা। সেই অভিযোগের প্রেক্ষিতে গুচ্ছ-গুচ্ছ মামলা হয়। শুরু হয়েছে সিবিআই তদন্ত। এবার সেই কাণ্ড নিয়ে প্রকাশ্যে এল ‘স্টিং’ ভিডিও। যেখানে স্থানীয় এক বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিয়েছে, সন্দেশখালির ‘ধর্ষণের অভিযোগ সাজানো’। তাঁর দাবি, পুরো বিষয়টি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরিকল্পনামাফিক ঘটানো হয়েছে। ‘খালি হাতে নয়’, টাকা-মদের বিনিময়ে এই সমস্ত কাণ্ড ঘটানো হয়েছে বলেও ভিডিও-তে দাবি করেছেন তিনি।
অভিষেকের দাবি, ” বিজেপি নেতা বলছেন, ধর্ষণের ঘটনা ঘটেনি। ফেক অভিযোগ করেছেন টাকা দিয়ে”। এর পরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কটাক্ষ, “এরা যে এত নিচু তলার বেহায়া নির্লজ্জ হতে পারে তা জানা ছিল না।” এরপরই বিজেপিকে অভিষেকের চ্যালেঞ্জ, “গঙ্গাধর কয়ালকে হিম্মত থাকলে সাসপেন্ড করুন।”