Abhishek Banerjee informed from the election meeting that ten BJP MLAs want to join Trinamool.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের প্রথম পর্ব শেষ হয়েছে। ইতিমধ্যেই দ্বিতীয়পর্বের আগে সব পক্ষই নিজেদের মতো করে ঘুঁটি সাজাচ্ছে। এবারও গতবারের মতোই দেখা গেছে তৃণমুলের নেতাদের দলে নিয়ে টিকিট দিয়েছে বিজেপি, আবারও তৃণমূল কংগ্রেসও ঘরের ছেলেদের পাত্তা না দিয়ে বিজেপি থেকে আসা নেতা, বিধায়কদের টিকিট দিয়েছে। এরই মধ্যে নির্বাচনি সভা থেকে তৃণমূল কংগ্রেসের সেকন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, বিজেপির দশজন বিধায়ক আসতে চাইছেন তৃণমূলে। সঠিক সময়ই তাঁদের জন্য দরজা খুলে দেওয়া হবে বলে মুর্শিদাবাদের সভা থেকে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়কে ভয় দেখিয়ে বিজেপিতে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন অভিষেক। ইডি পাঠিয়ে ভয় দেখানো হয়েছিল তাপসবাবুকে, এমনই অভিযোগ করেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী।