Abhishek Banerjee taunted Shuvendu Adhikari
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সন্দেশখালির ঘটনা ফের একবার রাজ্য রাজনীতিতে চর্চায় চলে এল। মঙ্গলবারই সুপ্রিম কোর্টে স্বস্তি হয়েছে রাজ্য সরকার। আপাতত যোগ্য, অযোগ্য সব চাকরি প্রার্থী তথা শিক্ষকদের চাকরি থেকে গেছে। এরপর বুধবার বিরোধী দলনেতার ভিডিও প্রকাশ করে তাঁকে খোঁচা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেখানে দেখা যায় শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে মাইকে কিছু বলছেন তৃণমূল সমর্থকরা। সেই প্রসঙ্গ শুনেই বিরক্ত হন শুভেন্দু অধিকারী। তিনিও পাল্টা নিজের ক্ষোভ প্রকাশ করেন। কিন্তু নিজের ক্ষোভ জানাতে গিয়ে মুখ ফসকে অশালীন শব্দ ব্যবহার করে বসেন তিনি। সেই ভিডিওই হাতিয়ার করে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় সোশাল নেটওয়ার্কিং সাইটে লিখেছেন, বিজেপির নারীশক্তির মডেলকে নিজেরাই দেখুন এবং বিচার করুন।