Income Tax Department searches Abhishek Banerjee’s copter
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে হানা আয়কর দপ্তরের। রবিবার কপ্টারে আয়কর হানার পরই গোটা ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আয়কর হানার বিষয়টি নিজেই জানালেন অভিষেক বন্দোপাধ্যায়।
সোমবার কপ্টারে চেপে নির্বাচিত প্রচারে যাওয়া কথা অভিষেকের। আর তার আগের দিন রবিবার পয়লা বৈশাখের দিন বেহালা ফ্লাইং ক্লাবে থাকা অভিষেকের চপারে হানা দেয় আয়কর বিভাগের আধিকারিকরা। তৃণমূলের তরফে জানানো হয়েছে, চপারে থাকা প্রতিটি ব্যাগ, সব নথি খুঁটিয়ে দেখেছেন তাঁরা। কিন্তু সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।
তৃণমূল কংগ্রেসের দাবি, কপ্টারে তল্লাশি অভিযান চালানোর সময়ে আয়কর দপ্তরের আধিকারিকদের বাধা দেন অভিষেকের নিরাপত্তারক্ষীরা। সেই সময় বচসা বাধে দুই পক্ষের। নিরাপত্তারক্ষীরা বিষয়টি জানান অভিষেককে।
অভিষেক সোশ্যাল মিডিয়ায় লেখেন, এনআইএ ডিজি, এসপির বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপি এখন আমার চপারে হানা দেওয়াচ্ছে আয়কর দপ্তর দিয়ে। যদিও দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালিয়েও কিছুই পায়নি তাঁরা।