The government and the party will stand by the eligible job candidates, Abhishek said
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: যোগ্য চাকরি প্রার্থীদের পাশে থাকবে তৃণমুল কংগ্রেস, জানিয়ে দিলেন ডায়মান্ড হারবারের সাংসদ তথা দলের সেকন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনিতেই বিজেপি, সিপিআইএম, কংগ্রেস একযোগে দুর্নীতি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছে। কয়েক বছর আগেই তৃণমূলের প্রাক্তন মহাসচিবের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনা এখনও মনে রয়েছে আম জনতার। এরই মধ্যে হাইকোর্টের রায় যেন গোদের ওপর বিষফোঁড়ার মতো। যদিও নির্বাচনী প্রচার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিলেন, যোগ্য চাকরি প্রার্থীদের পাশে থাকবে রাজ্যের শাসক দল। তিনি বলেন, ‘ কারোর চাকরি যাবে না। আমাদের সরকার এবং দল যোগ্যদের পাশে আছে। তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে। সিপিআইএমের আইনজীবী চাকরি খাচ্ছে। বিজেপি তাঁদের দোসর হয়েছে। সকলে দেখতেই পাচ্ছে, সরকার চাকরি দিচ্ছে, আর ওরা চাকরি খাচ্ছে’।