Abhishek Banerjee confident of victory at Diamond Harbor Centre
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোটের শেষ বেলায় প্রচার সাড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষদিনের মেগা প্রচারে হাজার খানেক তৃণমূল কর্মীরা মাঠ ভরিয়ে ছিলেন। এক্ষেত্রে বিজেপিকে নিশানা করার থেকেও বেশি নিজের কেন্দ্র এবং তৃণমূল কংগ্রেস নিয়েই কথা বলতে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নিজের কেন্দ্রে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। সেই সঙ্গে নওশাদ সিদ্দিকি না দাঁড়ানোয়, সংখ্যালঘু ভোট কাটারও আর কোনও তেমন সুযোগ নেই। ফলে এদিনের সভায় উপস্থিত সমর্থকরা ভোটের আগেই আবীর খেলায় মেতে ওঠেন, দলের শীর্ষ নেতার জয়ের আগাম আনন্দে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা তাঁদের বলেন, সব আবির বৃহস্পতিবার শেষ না করে লোকসভা ভোটের ফল ঘোষণার দিন পর্যন্ত অপেক্ষা করতে। এক্ষেত্রে বলাই বাহুল্য, তাঁর আশা রয়েছে গতবারের ২২টি আসনের তুলনায় এবারে তৃণমূলের আসন সংখ্যা কিছুটা বৃদ্ধি পাবে।