Abhishek’s organizational meeting will be held at Diamond Harbor three days from today
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আজ ২৭ তারিখ, ২৮ এবং ২৯ মার্চ নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমতলা দলীয় কার্যালয়ে হবে এই বৈঠক। মূলত প্রচার থেকে ভোট পরিচালনা, এই সব দিক খতিয়ে দেখবেন অভিষেক।প্রসঙ্গত, গতবারে প্রায় ৩ লাখ ২১ হাজার ভোটের ব্যবধানে ডায়মন্ড হারবার লোকসভা থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারেও ডায়মন্ড হারবার থেকে অভিষেককে প্রার্থী হয়েছেন। গত বুধবার বসিরহাটের সভা থেকে অভিষেক জয়ের ব্যবধান কত হতে পারে যেমন জানান তেমনি একই সঙ্গে বসিরহাট লোকসভা কেন্দ্রেরও জয়ের মার্জিন বেঁধে দিয়েছেন তিনি।বসিরহাটের সভা থেকে অভিষেক বলেন, এবারে লোকসভা ভোট ডায়মন্ড হারবারে চার লক্ষের ব্যবধান করতে হবে।ডায়মন্ড হারবার থেকে ভোটে দাঁড়াতে চান আইএসএফের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। অভিষেককে হারানোর হুঁশিয়ারিও দিয়েছেন নওশাদ। তবে এখনও স্পষ্ট নয় যে তিনি প্রার্থী হচ্ছেন কিনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জয়ের ব্যবধান জানিয়ে নওশাদ-সহ বিরোধীদেরই বা আগামী সপ্তাহ থেকে বেশ কয়েকটি জেলায় তার সাংগঠনিক বৈঠক আছে। তার মধ্যে উত্তরের তিন জেলা আছে।