Abhishek Banerjee made two new announcements in the meeting in support of Dev in campaigning for Lok Sabha polls in Ghatal.
রবিবার দেবের সমর্থনে ঘাটালে রোডশো করতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। দেবের সমর্থনে সভা করতে গিয়ে দু’টি নতুন ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার অভিষেকের প্রথম ঘোষণা হলো, বিধানসভা হোক বা পঞ্চায়েত বা পুরসভা যেখানে যেখানে তৃণমূলের হাত শক্ত করবেন, সেখানে সেখানে ডিসেম্বরে আবাসের টাকার প্রথম কিস্তির অর্থ পৌঁছে যাবে। অভিষেকের দ্বিতীয় ঘোষণাটি ঘাটাল মাস্টারপ্ল্যান সংক্রান্ত। সেই ঘোষণায় অভিষেক জানিয়েছেন, এ বছর ৩১ ডিসেম্বরের মধ্যে ঘাটালের মাস্টারপ্ল্যানের কাজ হাতেকলমে শুরু করে দেবে তৃণমূল সরকার।
রবিবার দেবের সমর্থনে ঘাটালে রোডশো করতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। সেখানে রোড শো শেষে আধ ঘণ্টা বক্তৃতাও করেন। সেখানেই দু’টিই কেন্দ্রীয় প্রকল্প সংক্রান্ত ঘোষনা করেন। পাশাপাশি কেন প্রার্থী দেবকে ভোট দেবেন সেটা বিস্তারিত ব্যখ্যা করেন।