Abhishek Banerjee questioned the court verdict
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতিকান্ডে ২৮ হাজার চাকরি বাতিলের পর থেকেই রাজ্যে সরগরম রাজনীতি। একদিকে যেমন বিরোধীরা তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়ে সরব হয়েছে, তখন পাল্টা বিজেপি নেতাদের বক্তব্যকে হাতিয়ার করছে তৃণমূল। শুভেন্দু অধিকারী বলেছিলেন এই সপ্তাহের বিস্ফোরণ হয়েছে, বিজেপির বিধায়ক কিভাবে জানলেন এই রায়ের কথা প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দোপাধ্যায়। আদালতের রায় নিয়ে নিজের অসন্তোষের কথা বলতে গিয়ে অভিষেক বলেন,’ আগে যিনি বিচারপতি ছিলেন তিনি এখন বিজেপিতে। তার সঙ্গে তখন থেকেই যোগ রেখেছিল বিজেপি, তা ভালোই বোঝা যাচ্ছে। এর মধ্যে আরেক বিধায়ক বলছেন ৩০ এপ্রিল নাকি আরো চাকরি যাবে। যদি কয়েকজন অযোগ্য প্রার্থীর জন্য সকল প্রার্থীর শাস্তি হয়, তাহলে একজন বিচারপতি বিজেপিতে যোগ দিয়েছেন তার অর্থ কি’? আদালতের এই রায়ের সঙ্গে বিজেপির যোগ রয়েছে বলেও দাবি করেন অভিষেক বন্দোপাধ্যায়।