Abhijit Gangopadhyay once again opened fire against the Chief Minister
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের পর ফের একবার তাবর নেতা পেয়ে গেছে বঙ্গ বিজেপি, তিনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জনমাধ্যমে তাঁর গ্রহনযোগ্যতা অনেকের থেকেই বেশি কারণ তাঁর স্বচ্ছভাবমূর্তি। আর বঙ্গ বিজেপিতে তাঁর গ্রহনযোগ্যতার অন্যতম কারণ দলীয় কোন্দল বা পদ নিয়ে তিনি ভাবিত থাকেননা। বরং তাঁর ওয়ান পয়েন্ট অ্যাজেন্ডাই তৃণমূল সরকারের বিরোধিতা করা এবং তা অকাট্য যুক্তি দিয়ে। এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকেই আঙুল তুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালত কোনও রাজনৈতিক দলের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে বলে দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরিপ্রেক্ষিতেই এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন, ভারতের বিচারব্যবস্থাকে নিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলে বলছেন নাকি বিজেপির বিচারব্যবস্থা। একথা উনি বললেন কিভাবে। পাল্টা প্রশ্ন ছুঁড়ে অভিজিৎবাবু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি রোহিঙ্গা বা অন্য দেশের নাগরিক যে এরকম প্রশ্ন করছেন