Former Justice Abhijit Gangopadhyay is fighting against the Election Commission.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: নির্বাচন কমিশনের বিরুদ্ধেই এবার সম্মুখ সমরে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করা কুরুচিকর মন্তব্যের জেরে তাঁকে ২৪ ঘন্টা সেন্সর করা হয়েছিল। অতীতে বহু ক্ষেত্রেই এমন খাঁড়া নেমে আসতে দেখা গেছে বিভিন্ন নেতাদের বিরুদ্ধে, কিন্তু তমলুকের বিজেপি প্রার্থী যে প্রাক্তন বিচারপতি। তাই নিজের বক্তব্যের জন্য বিন্দুমাত্র বিচলিত নন তিনি। বরং নির্বাচন কমিশনের এই শাস্তির জেরে তাঁর মানহানি হয়েছে, এই মর্মে সরাসরি কমিশনের বিরুদ্ধেই আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশনকে এই নির্দেশ পুনর্বিবেচনা করার আবেদন জানাবেন তিনি, কিন্তু তাতে ব্যবস্থা না নিলে আদালতে যাবেন বলে জানিয়ে দিয়েছেন প্রাক্তন বিচারপতি।