Abhijit Gangopadhyay has been protected by the court
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা থেকে রাজ্যকে আটকে দিল আদালত। তৃণমূলের শিক্ষা সংগঠের ওপর বিজেপি কর্মিরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মিছিল থেকে হামলা করেন বলে অভিযোগ করা হয়েছিল। যদিও তৃণমূলের সেই অভিযোগ গ্রহণ হলেও স্বস্তিতেই থাকছেন অভিজিৎবাবু। আদালতের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, আগামী ১৪জুন পর্যন্ত তাঁকে ডাকা যাবে না। অর্থাৎ পুলিশও তাঁর বিরুদ্ধে কোনওরকম তদন্ত করে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবেন না। সম্প্রতি দিল্লিতে ভোটের জন্য অরবিন্দ কেজরিওয়াল ছাড়া পেয়েছেন। ফলে নির্বাচনপর্ব যাতে প্রার্থীরা ঠিক মত সাড়তে পারেন সেদিকেই নজর দিয়েছে আদালত। একইসঙ্গে পুলিশের বিষয়টিতে মামলা করার আগে ঘটনার সত্যতা খতিয়ে দেখার আবেদন জানান তমলুকের বিজেপি প্রার্থীর সিজেএম।